সরল অর্থে,
অন্য সকল জীবের মত মানুষও একটি জীব
প্রাকৃতিক নিয়মে আগমন আবার ফিরে যাবে
না ফেরার দেশে আস্তিক কিংবা নাস্তিক বেশে
স্রোস্টার ইচ্ছাতেই অকস্মাৎ সব ফেলে রেথে
যেখান থেকে আগমন হয়তোবা সেখানেই।


ঠিক কতক্ষণ থাকবে সেটা ভাবা অনর্থক
বেঁচে থাকার জন্য যুদ্ধ করা জৈবিক ধর্ম
অন্যের অধিকার খর্ব করা মানব কর্ম নয়
মুসলিম/হিন্দু/বৌদ্ধ/খৃষ্টান ধর্ম যেটাই হোক
ধর্মীয় বিধান মেনে চলাতেই পরম প্রশান্তি।


জটিল অর্থে,
অন্য সকল জীবের মত মানুষও একটি জীব
প্রাকৃতিক নিয়মে আগমন আবার ফিরে যাবে
কারণ ব্যতিত যেমন কার্য সংঘটিত হয়না
স্রষ্টা ব্যতিত সৃষ্টিও তাই কল্পনা করা যায়না
জীবের পরিণতি স্রষ্টা ব্যতিত কেউই জানেনা।


ঠিক কতক্ষণ থাকবে সেটা ভাবা অনর্থক
বেঁচে থাকার জন্য যুদ্ধ করা জৈবিক ধর্ম
অন্যের অধিকার খর্ব করা মানব কর্ম নয়
ধর্ম মানব জীবনের অলঙ্কার বিশ্বাসের বিষয়
মানা বা না মানা সকলের নিজস্ব অধিকার।
-----ঃঃঃ------